এসএসসি রেজাল্ট কিভাবে দেখব

ই-বোর্ড সার্ভার (সার্ভার-১): eboardresults.com/

নিচের তথ্যগুলো পূরণ করে ফলাফল দেখুন বাটনে চাপ দিতে হবেঃ
* পরীক্ষার নাম  (এসএসএসসি/দাখিল/সমমান সিলেক্ট করুণ)
* পরীক্ষার সাল (২০২৫ সিলেক্ট করুণ)
* বোর্ডের নাম সিলেক্ট করুণ
* ফলাফলের ধরণ (একক/বিস্তারিত ফলাফল সিলেক্ট করুণ)
* পরীক্ষার্থীর রোল নাম্বার (ইংরেজিতে আপনার রোল লিখুন)
* পরীক্ষার্থীর রেজিস্ট্রেশান নাম্বার (ইংরেজিতে আপনার রেজিস্ট্রেশান নাম্বার লিখুন)
* নিরাপত্তা চাবি (ছবিতে আঁকানো ইংরেজি বাঁকানো সংখ্যাটি টি নিচের বক্সে লিখবেন। শব্দটি পড়তে সমস্যা হলে Reload বাটনে চাপ দিলে নতুন শব্দ আসবে। যেমনঃ 3297)
* সব বসানো শেষ হলে ফলাফল দেখুন বাটনে চাপ দিলে রেজাল্ট চলে আসবে।

টেলিটক সার্ভার (সার্ভার-২):  educationboardresults.gov.bd

নিচের তথ্যগুলো পূরণ করে Submit বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুণ)
* Year (2025 সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Reg. No (এখানে রেজিস্ট্রেশান নাম্বার লিখবেন)
* সবশেষ বক্সে পাশে থাকা ছোট্ট অংকটির ফলাফল লিখবেন (যেমনঃ 7+2 থাকলে ফাঁকা বক্সে 7 ও 2 এর যোগফল, অর্থাৎ শুধু 9 লিখবেন)
* সব বসানো শেষ হলে Submit বাটনে চাপ চাপ দিলে রেজাল্ট চলে আসবে।

295 Views